মনখুশি হালদার, বাড়ি- আমডালা, টেপড়া, শিবালয়। একজন সফল ভার্মি কম্পোস্ট চাষী। ২০১৪ সালে মাত্র ১টি চাকে ২০০ গ্রাম কেঁচো নিয়ে ভার্মি কম্পোস্ট চাষ শুরু করেন। এরপর প্রতিবছর তার কেঁচো উৎপাদন বৃদ্ধি পায় েএবং ভার্মি কম্পোস্ট এর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এলাকায় এই ভার্মি কম্পোস্ট এর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এক পর্যায়ে ২০১৮-১৯ সালে তার ভার্মি কম্পোস্ট চাড়ির সংখ্যা দাঁড়ায় ১২০টি এবং এই সময় তিনি উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বিক্রয় রেজিস্টারের মাধ্যমে ভার্মি কম্পোস্ট এর উৎপাদন, আয় ব্যয়ের হিসার লিপিবদ্ধ করেন। ২০২৩-২৪ সালে তার ভার্মি কম্পোস্ট চাড়ির সংখ্যা দাঁড়ায় ১৩০টি এবং চাকের সংখ্যা ১০টি। গত বছর তিনি ১০,০০০ কেজি ভার্মি কম্পোস্ট ১২ টাকা কেজি হিসেবে বিক্রয় করেছেন, পাশাপাশি তিনি কেচো প্রতি কেজি ২০০০ টাকা হিসেবে বিক্রয় করেন। তিনি আশেপাশের গ্রামের কৃষকদের কাছে বিক্রয় করেন, নিজে ব্যবহার করেন এবং কৃষি সম্প্রসারণ বিভাগের কাছেও বিক্রয় করেন। এবং বিভিন্ন নার্সারিতেও বিক্রয় করেন। তার এই সফলতার পিছনে আছে উক্ত এলাকার উপসহকারি কৃষি কর্মকর্তা এবং তার এই কাছে অধিকতর প্রেরণা জুগিয়েছেন তৎকালীন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এবং বর্তমান উপপরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহ। আজ তিনি ভার্মি কম্পোস্ট উৎপাদন করে উপজেলা, জেলা সকল জায়গায় পরিচিতি লাভ করেছেন। এবং নিজে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস