Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সরিষা চাষে সফলতা
ছবি
ডাউনলোড

মো. ইকবাল হোসেন, পিতা মো. আ. আজিজ

গ্রাম- সমেজঘর তেওতা, তেওতা, শিবালয়।

২০১৮-১৯ সালে ১ একর জমিতে বারি সরিষা ১৪ চাষ শুরু করেন। ফলন ভাল হওয়ায় তিনি সে বছর ৬০০০০/- মূল্যের বীজ বিক্রয় করেন। প্রকল্প থেকে মৌ বক্স পেয়ে ১৩ কেজি মধু সংগ্রহ করে যার মূল্য ৬০০০/-

২০১৯-২০ সালে ২ একর জমিতে বারি সরিষা ১৪ চাষ শুরু করেন। ফলন ভাল হওয়ায় তিনি সে বছর ১০০,০০০/- মূল্যের বীজ বিক্রয় করেন। এছাড়া মৌ বক্সের সংখ্যা বৃদ্ধি করে ১৬টিতে উন্নীত করেন ও ৪০ কেজি মধু উৎপন্ন করেন যা বিক্রি করে ১২০০০/- আয় হয়।

২০২০-২১ সালে ৩ একর বারি সরিষা-১৭ চাষ শুরু করেন। ফলন ভাল হওয়ায় তিনি সে বছর ১৫০,০০০/- মূল্যের বীজ বিক্রয় করেন। মৌ বক্সের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩৫টিতে উন্নীত হয়। ১১০ কেজি মধু উৎপন্ন করেন যা বিক্রি করে ৪৪০০০/- আয় হয়। এছাড়া ২০,০০০/- মূল্যের ২০ কেজি কালোজিরার মধু উৎপন্ন করে মোট (৪৪০০০+২০০০০)=৬৪০০০/- আয় করেন।

বিগত ২০২১-২২ সালে ২০০০ একর বারি সরিষা ১৭ আবাদ করে বীজ হিসেবে সংরক্ষণ করেছেন। কৃষকের সফলতার বিষয়ে শিবালয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপসহকারি কৃষি অফিসার সন্দীপ শংকর ভট্টাচার্যের অবদার অনস্বীকার্য।